গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫০ কেজি পঁচা মাংস জব্দ,৩ ব্যবসায়ীকে জরিমানা 168 0
গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫০ কেজি পঁচা মাংস জব্দ,৩ ব্যবসায়ীকে জরিমানা
রাকিব হাসান:
গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন শুক্রবার (২৮ মে) উপজেলার টোক,বীরউজলী, লতাপাতা ও আমরাইদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৫০ কেজি পঁচা মাংস জব্দ করে তা শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান,শুক্রবার সকালে টোক বাজারের পাশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার মাংস ব্যবসায়ী আসাদ মিয়া মাংস বিক্রি করছিলেন। এসময় ওই মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেখানে প্রচুর মাছি উড়াউড়ি করতে দেখা যায়। এ ঘটনা দেখে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস বিক্রেতা আসাদকে জরিমানা করা হয়।তিনি আরও জানান,বস্তাভর্তি প্রায় ৫০ কেজি মাংস জব্দ করে পাশের শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এছঅড়া একইদিন সকালে উপজেলার বীরউজলী,লতাপাতা ও আমরাইদ বাজারে মূল্যতালিকা,প্রাণির নাম ও প্রাণিসম্পদ বিভাগের জবাই সনদ না থাকায় দুই মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়।